"মমতাকে অপমানের প্রশ্রয়দাতা প্রধানমন্ত্রী"
মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার তীব্র প্রতিবাদ ও নিন্দা করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। লোকসভার কংগ্রেস দলনেতার দাবি, বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করার জন্য প্রশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের পদেরও অমর্যাদা করেছেন।শনিবার নেতাজির ১২৫ তম জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখন অনুষ্ঠানে হাজির একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। প্রতিবাদে বক্তব্য রাখেননি মমতা। এই ঘটনায় তোলপাড় বাংলার রাজনীতি। এই ঘটনায় বিজেপি বিরোধীরা এক সুরে প্রতিবাদে সরব হয়েছেন। সিপিএম, কংগ্রেসের মতো তৃণমূল বিরোধীরাও ভিক্টোরিয়ার ঘটনায় বিজেপির সমালোচনা করেছেন। সরকারি অনুষ্ঠানে স্লোগানের ফলে মুখ্যমন্ত্রীর বক্তব্য বন্ধ হয়েছে, এই ঘটনার নিন্দা করেছেন সিপিএম পলিটব্যিরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি কর্মসূচিকে দলীয় কর্মসূচি করা উচিত নয়। সমস্ত কর্মসূচিকে দলীয় কর্মসূচিতে রূপান্তরিত করেন। আশা করি আজ থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অনুষ্ঠানকে দলীয় কর্মসূচিতে রূপান্তরিত করবেন না।অধীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও মু্খ্যমন্ত্রী দুজনেরই মর্যাদা আছে। মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক লড়াই থাকলেও তিনি বাংলার মুখ্যমন্ত্রী, সরকারি অনুষ্ঠানে তাঁকে অপমান করা হয়েছে, তার তীব্র নিন্দা করছি। প্রতিবাদ করছি। তাঁকে অপমান করার অধিকার বিজেপির নেই। মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের পদের অমর্যাদা করলেন এই ঘটনার প্রশ্রয় দিয়ে। মনে করেন অধীর।